Saturday , 4 May 2024
শিরোনাম

রাউজানে নিখোঁজের চারদিন পর গৃহবধূর লাশ উদ্ধার

লোকমান আনছারী, রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের চারদিন পর রোকসানা আকতার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ীতে স্বামীর বাড়ির পেছনের সীমানা দেয়ালের পাশের নালা থেকে গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।রোকসানা আকতার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সৌদিয়া প্রজেক্ট এলাকার মোহাম্মদ মফিজের মেয়ে।রোকসানা রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ীর মুহাম্মদ আজমের স্ত্রী।৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে মাহফুজ (৭), কায়েস (৫), রমজান নামে আট মাস বয়সী ৩টি সন্তান আছে।নিহতের ননদ ফেরদৌস আকতার জানান গত রবিবার থেকে নিখোঁজ ছিল ভাবি। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে আমি বাথরুমে যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, তখন আমি আমার মামাকে খবর দিয়েছি। মামা স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।নিহতের ছোট বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকান্ড। এ হত্যাকান্ডের সঠিক বিচার চায় আমি। স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অক বলেন, গত বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। বাড়ীর পেছনের টয়লেটের পাশের নালায় মরদেহ দেখতে পায়।পরে পুলিশ লাশটি উদ্ধার করে।রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানতে চাইলে তিনি জানান গত বৃহস্পতিবার উপজেলার বাগোয়ান ইউনিয়ন থেকে রোকসানা আকতার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পর ২ ডিসেম্বর শুক্রবার ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনাটি খুবই রহস্যজনক,পুলিশ তদন্ত করছে। নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে,
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x