Wednesday , 1 May 2024
শিরোনাম

রাউজানে যুব দিবসে যুব ঋণ,সনদ ও পুরস্কার বিতরন

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

প্রশিক্ষিত যুব,উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের রাউজান উপজেলায় জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।১ নভেম্বর মঙ্গলবার রাউজান উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় যুব দিবস অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল,পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ,কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ-ই জাহান,এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ যুব সংগঠক, যুব সংগঠন, যুবকর্মীসহ আট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সন্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।এদিন ৩৩ জন যুবকের মাঝে ১৬ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয়।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x