Saturday , 4 May 2024
শিরোনাম

রাউজানে শিশু বলাৎকারের অপরাধে এক বৃদ্ধকে আটক করেছে রাউজান থানা পুলিশ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু বলাৎকারের ঘটনার সাথে জড়িত ৬০ বৎসরের বৃদ্ব জালালকে আটক করেছে রাউজান থানা পুলিশ।৩১ আগষ্ট বুধবার আটককৃত জালাল আহম্মদকে আদালতে সোর্পদ করা হয়েছে।এর আগে গত
৩০ আগষ্ট মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের সময়ে পাহাড়তলী খান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ র্থ শ্রেনীর ছাত্র কে স্কুল থেকে বাসায় ফেরার পথে ৬০ বৎসরের বৃদ্ব জালাল আহম্মদ ফুসলিয়ে ইমাম গাজ্জালী কলেজ সংগ্লন্ন জঙ্গলে নিয়ে যায় । জঙ্গলে নিয়ে গিয়ে ঐ শিশুকে ৬০ বৎসরের বৃদ্ব জালাল আহম্মদ বলাৎকার করে। এই ঘটনার পর বলাৎকারের শিকার শিশুটি বাড়ীতে গিয়ে তার মাতাকে ঘটনার বিষয়ে জানান । বলাৎকারের শিকার শিশুটির মাতা ও মামা স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে রাউজান থানায় জালাল আহম্মদকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।মামলা রুজু শেষে পুলিশ অভিযানে নামে।রাতভর চিরুনি অভিযানের পর রাউজান নোয়াপাড়া ইউনিয়নে পাঁচখাইন এলাকার এক মাজার থেকে তাকে আটক করে সহকারী পুলিশ সুপার, রাঙ্গুনিয়া সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম ও রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুনসহ পুলিশের চৌকস একটি দল।এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, “নিজের স্ত্রী থাকা সত্ত্বেও জালালের বিরুদ্ধে একের পর এক শিশু বলাৎকারের অভিযোগ থেকে এটাই প্রতীয়মান হয় যে, তিনি সম্ভবত বিকৃত যৌনাচারে অভ্যস্ত একজন মানুষ। তাকে জিজ্ঞাসাবাদ ও আরো তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হবে”।রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল হারুন বলেন, আটককৃত জালাল আহম্মদকে একজন অভ্যাসগত শিশু বলাৎকারকারী হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এর আগেও ২০১৫ সালের অনুরূপ এক শিশু বলাৎকারের ঘটনায় বেশ কয়েক মাস জেল খাটেন তিনি।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x