Thursday , 2 May 2024
শিরোনাম

রাউজানে ১৬ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার করল স্থানীয় বন বিভাগ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলায় দক্ষিন পাহাড়তলী খেলার ঘাট চৌধুরী বাড়ির এলাকা থেকে থেকে ১৬ফুট দৈর্ঘ্যের ২৫কেজি ওজনের অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।২৪ আগস্ট বুধবার দুপুরে স্থানীয় ও ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশ (ডাব্লিউএসআরটিবিডি) এর সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এ সাপটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান উপজেলার দক্ষিন পাহাড়তলী খেলার ঘাট চৌধুরী বাড়ির এলাকার স্থানীয় লোকজন অজগর সাপটি মাছ ধরার জালে আটকা অবস্থায় দেখতে পেয়ে ডাব্লিউএসআরটিবিডি এর সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপের দৈর্ঘ্য ১৬ফুট দৈর্ঘ্যের ২৫কেজি ওজন।পরে বনবিভাগের আওতাধীন গহীন জঙ্গলে অবমুক্ত করা হয়।
এতে সহযোগিতা করেন এফজি শাহআলম তালুকদার,অফিস সহঃ আশুতোষ দাশ ডাব্লিউ এসআরটিবিডি সদস্য বৃন্দ।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x