Wednesday , 8 May 2024
শিরোনাম

রাউজান আবুরখীল গ্রামে প্রাচীন বিদ্যাপিঠ অমিতাভ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

লোকমান আনছারী ,রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠ আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পুর্তিতে প্লাটিনাম জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।এতে অনুষ্ঠানমালায় ছিল বণার্ঢ্য র‍্যালী, উদ্বোধনীয় সংগীত,স্মৃতিচারণ, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান। শুক্রবার(১৩ জানুয়ারি) সকাল থেকে স্কুলের নবীণ ও প্রবীণদের উপস্থিতিতে বিশাল মিলনমেলায় রূপ নেয়। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্র- ছাত্রীরা এসে স্মৃতি রোমাঞ্চ করছেন স্কুল জীবনের কথা। স্কুলে নবীন-প্রবীণরা মিলন মেলায় মেতে উঠেন।স্কুল জীবনের প্রিয় বন্ধুদের কাছে পেয়ে অনেকে আপ্লুত হয়ে উঠেন। ঘুরে ঘুরে দেখেন পুরনো দিনের পদচিহ্ন। স্কুলের বন্ধুকে কাছে পেয়ে অশ্রুসিক্ত চোখে বুকে জড়িয়ে ধরতে দেখা গেছে একে অপরের সঙ্গে।উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন একুশে পদকে ভুষিত বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রাক্তন ছাত্র ড. প্রণব কুমার বড়ুয়া।উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে
সচিব অঞ্চল কুমার তালুকদার ও রুপায়ন বড়ুয়া কাজল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকে ভুষিত বীর মুক্তিযোদ্ধা বিকিরণ প্রসাদ বড়ুয়া,লায়ন দিদারুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল।উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আব্দুল মজিদ,সাধারণ সম্পাদক শফিউল আলম,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ত্রিদীপ কুমার বড়ুয়া,কমিটির কর্মকর্তা দিলীপ কুমার বড়ুয়া,মোহাম্মদ আলী জিন্নাহ, রবিন্দ্র লাল বনিক,অসীম কুমার বড়ুয়া, অনুপম কুমার বড়ুয়া,রূপতি রঞ্জন বড়ুয়া, অধ্যাপক প্রিয়োতোষ বড়ুয়া,খগেন্দ্র লাল বড়ুয়া, অজিত কুমার বড়ুয়া, লিটন দে, বিমল বড়ুয়া, প্রণব কুমার বড়ুয়া, শিমুল বড়ুয়া, সুমেধ বড়ুয়া সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান থেকে সংবর্ধনা দেয়া হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র একুশে পদকপ্রাপ্ত দুই কৃতি ড. প্রণব কুমার বড়ুয়া ও অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও দেশ বিদেশে সরকারি ও আর্ন্তজাতিক পরিমণ্ডলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবীধারী ১০ ডক্টরেট ডিগ্রীধারীসহ ১৩ কৃতিকে সংবর্ধনা দেয়া হয়।

Check Also

১৩৯ উপজেলায় আজ ভোট, ইসির যত প্রস্তুতি

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট গ্রহণ বুধবার (৮ মে) অনুষ্ঠিত হবে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x