Friday , 3 May 2024
শিরোনাম

রাজধানীতে ২ বাসে আগুন

রাজধানীর ধানমন্ডি সাত নম্বরে মিরপুর সড়কে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হযেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর বাসের আরোহীরা দ্রুত নেমে যান। আশপাশের মানুষের মধ্যেও দেখা দেয় আতঙ্ক। ঘটনার পরপরই পুলিশ এসে সড়কের পাশের ভবন থেকে পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

ঘটনার প্রায় ১০মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।

এদিন যাত্রাবাড়ীতে রাত ৯টা ৫৭ মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে পোস্তগোলা ফায়ার স্টেশন দুটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

এদিকে, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটে। ঘটনাস্থলে যাচ্ছে র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টীম।

 

 

 

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x