মোঃ সুমন রাজস্থলী।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কারিতাস সিপিপি পিএইপি-২ এর উদ্যোগে ১দিন ব্যাপী জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকার সময় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন পাড়ার ২৫জন জৈব কৃষি কম্পোনেন্ট এর উপকারভোগীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তাদের বিভিন্ন ধরণের জৈব বালাই নাশক প্রস্তুকরণ ও বিভিন্ন পদ্ধতিতে জৈব সার উৎপাদনের কলাকৌশল হাতে কলমে শিখানো হয়। এতে ট্রেনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত), কৃষিবিদ মোঃ আরিফুল ইসলাম, কর্মসূচী কর্মকর্তা,সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস বান্দরবান রুপনা দাশ, রাজস্থলী কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা প্রমুখ।