Monday , 20 May 2024
শিরোনাম

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২০২২- ২৩ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার ২২ জুন দুপুরে তাদের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন (ব্যাগ, ছাতা, খাতা, কলম, বই) ও বাইসাইকেল বিতরণ করা হয়। এরমধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ টি করে বাইসাইকেল এবং ৪০ জনকে শিক্ষা উপকরণ দেয়া হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে এদিন  এ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির,  ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামুয়েল মার্ডি, শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম নেজামুল ইসলাম , পাবলিক হেল্থ অফিসার তরিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আদীবাসী নেতা সুগা মুরমু প্রমুখ।
সাইকেল ও শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি হন এবং এজন্য তারা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x