Sunday , 12 May 2024
শিরোনাম

রাণীশংকৈলে গ্রাম পুলিশকে থাপ্পড় মারার দায়ে ইউপি সদস্য গ্রেফতার।

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে গ্রাম পুলিশ জগেন্দ্রকে থাপ্পড় মারার দায়ে ইউপি সদস্য দবিরুলকে গত সোমবার ১৯ ফেব্রুয়ারি রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ইতোপূর্বে এনজিও ইএসডিও’র ঋণের টাকা পরিশোধ করা নিয়ে এ ঘটনা ঘটে।
এনিয়ে রাণীশংকৈল থানায় মামলাসূত্রে জানা যায়, নেকমরদ ইউনিয়নের গ্রাম পুলিশ জগেন্দ্রনাথ রায় একবছর আগে বেসরকারি সংস্থা ইএসডিও থেকে এক লক্ষ টাকা ঋণ নেন।সে ঋণের কিস্তির টাকা পরিশোধের তারিখ পার হয়ে গেলে এনজিও কর্মকর্তা টাকার জন্য জগেন্দ্রকে চাপ দেন। তখন ইউপি সদস্য দবিরুর ইসলামের মধ্যস্থতায় জগেন্দ্র ঋণের সর্বশেষ পাওনা ৯ হাজার টাকা সংশ্লিষ্ট ম্যানেজারের হাতে দেন। ওই ম্যানেজার টাকা জমা না করে অন্যত্র বদলি হয়ে যান। টাকা জমা দেয়ার কোনো প্রমাণ না থাকায় জগেন্দ্রকে আবারো ৯ হাজার টাকা পরিশোধ করতে হয়।
এনিয়ে জগেন্দ্র সম্প্রতি নেকমরদ বাজারে ইউপি সদস্য দবিরুলের সঙ্গে কথা বলতে যান।
এতে দবিরুলের সাথে তার বাকবিতন্ডার এক পর্যায়ে দবিরুল জগেন্দ্রকে বেধড়ক মারধর করেন। এনিয়ে জগেন্দ্র দবিরুল ও তার ছেলেকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করেন।  গ্রেফতারকৃত ইউপি সদস্য দবিরুলকে
মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে মর্মে ওসি সোহেল রানা জানান।

Check Also

রাণীশংকৈলে বিশ্ব মা দিবস পালিত। 

আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ১২ মে বিশ্ব মা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x