Thursday , 2 May 2024
শিরোনাম

রানীশংকৈলে পূ্র্ব শত্রুতার জেরে হামলায় গৃহবধু আহত। থানায় অভিযোগ। 

আনোয়ারুল ইসলাম,রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার  সন্ধারই মীরডাঙ্গী গ্রামে সোমবার ২৬ সেপ্টেম্বর পূ্র্ব শত্রুতার জেরে হোসনেয়ারা (৩৫) নামে এক গৃহবধু প্রচন্ড হামলার শিকার হয়েছেন। তাকে এদিনেই রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত হোসনেয়ারা ঐ গ্রামের স্কুল শিক্ষক মোশারফ হোসেনের স্ত্রী।  এ নিয়ে এদিনেই হোসনেয়ারা বাদি হয়ে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগসূত্রে জানা গেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে সোমবার ২৬ সেপ্টেম্বর  সকাল ১০টায়  একই গ্রামের নজিবর রহমান তার লোকজন লাঠি-সোটা নিয়ে স্কুল শিক্ষক  মোশাররফ হোসেনের বাড়িতে গিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ সময় মোশারফ স্কুলে ছিলেন। বাড়িতে একা পেয়ে হামলাকারিরা লাঠি ও লোহার রড দিয়ে হোসনেয়ারাকে বেধড়ক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে  রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয় |
এ বিষয়ে বাদী হোসনেয়ারার কাছে জানতে চাইলে তিনি জানান– সোমবার সকালে আমার স্বামী স্কুলে চলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে নজিবর ও তার লোকেরা দলবদ্ধভাবে আমার বাসায় এসে সন্ত্রাসী কায়দায় আমাকে মেরে জখম করে চলে যায়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল বলেন- বাদি হোসনেয়ারার লিখিত ইজাহার আমি পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে |

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x