Saturday , 4 May 2024
শিরোনাম

রিয়াদে “চট্টগ্রাম সমিতির” উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরুর বুকে এক খন্ড চট্টগ্রাম এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরবে রাজধানী রিয়াদে প্রবাসীদের প্রাণের সংগঠন “চট্টগ্রাম সমিতি-রিয়াদ” এর উদ্যোগে বাথাস্থ ফোরস্টার হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) চট্টগ্রাম সমিতি-রিয়াদ সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম ও সাংগঠনিক  সম্পাদক নেজাম উদ্দীনের যৌথ সঞ্চালনায় শুরুতে কোরাআন তেলওয়াত করেন গিয়াস উদ্দিন।

এ ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ক্বারী আবদুল হাকিম।

বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ডক্টর রেজাউল করিম মিলন, সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা ও যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ ইফতার মাহফিলের বক্তব্য রাখেন  সমিতির সাধারণ সম্পাদক কে এম জাকেরুল ইসলাম, হারুনুর রশিদ, হাজী সেলিম, সালাউদ্দিন পেয়ারু, হাসান, গিয়াস উদ্দীন, মতিউর রহমান, আলগীর হোসেন, মুহাম্মদ দ্বীপ,ওবায়দুল হক ও  কামাল উদ্দীন প্রমুখ।

এছাড়াও এ ইফতার মাহফিলে  বাংলাদেশ বিমানের একাউন্ট অফিসার-সহ বাংলাদেশি প্রবাসী ও চট্টগ্রাম সমিতি-রিয়াদ নেতৃবৃন্দ-সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

শেষে, চট্টগ্রাম সমিতির রিয়াদের পক্ষ থেকে সদ্য প্রায়ত সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম মেম্বারের পরিবারকে ৫০০০০ টাকা অনুদান দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, ভবিষ্যতে দেশে ও বিদেশে অবস্থানরত দুঃস্থ অসহায় চট্টগ্রাম প্রবাসীদের আত্মমানবতার সেবায় সামাজিক ভাবে সহযোগিতায় এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Check Also

মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এবার দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x