Friday , 3 May 2024
শিরোনাম

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনাঃ ১৩ টি মামলায় ৫,৬০০ টাকা জরিমানা আদায়।

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ দক্ষিন চট্টগ্রামের লোহাগাড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩ টি মামলায় ৫,৬০০ টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। মঙ্গলবার ২৪ শে আগষ্ট লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়ক এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বলেন, অনিবন্ধিত মোটরযান, ত্রি- হুইলার, মোটরসাইকেল, সিএনজি এর বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স বিহীন মোটরযান চালানো রেজিস্ট্রেশন ও হেলমেট ছাড়া মোটর‍যান চালানো সহ বিভিন্ন অপরাধে মোট ১৩ জনকে ১৩ টি মামলায় মোট ৫,৬০০টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন মেনে চলতে সকলকে সচেতন করা হয়। মহাসড়কে ত্রি হুইলার চলাচল নিষেধাজ্ঞা করতে হাইকোর্টের নির্দেশনা প্রতিপালনের জন্য চালকদের নির্দেশ প্রদান দেয়া হয়।

 

তিনি আরো বলেন, পরবর্তীতে আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় লোহাগাড়া থানার এস আই মামুন ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x