Saturday , 18 May 2024
শিরোনাম

শাহ আমানত বিমানবন্দরে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান এয়ারের ডব্লিউওয়াই ৩১১ ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে ৬৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। এ সময় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মতিন।

তিনি বলেন, ওমান এয়ারের ফ্লাইটটি রাত ৮টায় শাহ আমানতে অবতরণ করে। ঐ ফ্লাইটে সোনার চালান আসছে বলে আমাদের কাছে তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এ সময় একটি আসনের নিচ থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে আসনটিতে কেউ ছিলেন না।

এ বিষয়ে তিনি আরো বলেন, এক যাত্রীর বিষয়ে আমাদের কাছে তথ্য ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Check Also

যেভাবে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ পাচার করছিলেন শহীদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানকালে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x