Saturday , 4 May 2024
শিরোনাম

শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ইবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক-রুমি নোমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা, শতভাগ আবাসিকতা নিশ্চিতকরণ ও গোপনে ছাত্রীর গোসলের ভিডিও ধারণকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়।

এসময় তাদের হাতে, ‘শিক্ষার্থীদের শ্লীলতাহানির উপযুক্ত জবাব চাই’, ‘নিরাপত্তার নামে প্রহসন আর কতদিন’, ‘ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন’, ‘নিরাপত্তার বুলি আর নয়, বাস্তবায়ন চাই’, ‘নিরাপত্তা শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তার বুলি নয়, বাস্তবায়ন চাই’, ‘শতভাগ আবাসিক ক্যাম্পাস চাই’, ‘নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করুন’, ‘শিক্ষার্থীদের উপর যৌন হয়রানি বন্ধ করুন’, ‘শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।

মানববন্ধন শেষে সার্বিক নিরাপত্তা ও আবাসিকতা নিশ্চিতকরণ প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় উপাচার্য বলেন, ভুক্তোভোগী ছাত্রীকে ইতিমধ্যে হলে আবাসন সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামীকে আটক করা হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো দাবিগুলো বাস্তবায়ন করার।

মানববন্ধনে জুম্ম ছাত্রকল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা বলেন, ক্যাম্পাসের বাইরে মেস গুলোতে নারী শিক্ষার্থীরা কোনোভাবেই নিরাপদ নয়। তাই প্রশাসনের নিকট আদিবাসী শিক্ষার্থীদের শতভাগ আবাসিকতার দাবি জানায়।

মানববন্ধনে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক মিলন জ্যোতি চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জুম্ম ছাত্র কল্যাণ সমিতির সভাপতি বিশাল চাকমা, সাধারণ সম্পাদক অংসিংমং মারমা, সমতল আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি বিনয় লিন্ডা, সাধারণ সম্পাদক স্বপন টপ্প। এছাড়াও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সুইট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য মুস্তাসিম যুবায়েরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x