Tuesday , 14 May 2024
শিরোনাম

শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালপুর ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (১৩.১২.২৩) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল আলীম সুজা স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উপজেলা আওয়ামী লীগের বিবৃতি ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভাসহ দলীয় অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগীতা করছে না আলফাডাঙ্গা উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। তারা আওয়ামী লীগের নিয়মনীতির তোয়াক্কা না করে দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ একাধিকবার বলার পরেও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক সম্পাদক ফরিদ হোসেনসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে উপজেলা আওয়ামী লীগ আজ বুধবার বিকেলে এক বিবৃতি দিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। বিলুপ্ত কমিটির পত্রটি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগ বরাবর অনুলিপি পাঠিয়েছেন।

জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন বলেন, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেন। এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নিকট থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেই চলেছেন। তাই জেলা আওয়ামী লীগের নির্দেশক্রমে ইউনিয়ন আওয়ামী লীগের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ও ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x