Sunday , 19 May 2024
শিরোনাম

সুজনের কাছে ধরাশয়ী হতে পারে এমপি বাহার

নিজস্ব প্রতিনিধি।। কুমিল্লা আওয়ামী লীগে বছরের পর বছর ধরে যে বিভেদ রয়েছে, তার প্রভাব পড়েছে এবারের সংসদ নির্বাচনেও।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনে টানা তিন বারের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারকে আবার প্রার্থী করেছে আওয়ামী লীগ। বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিপরীতে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নেতৃত্বাধীন লিভারেল ইসলামিক জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ সুজন।
বর্তমান সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে স্থানীয় ভোটারদের একক আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। এছাড়াও দুর্গাপূজায় স্থানীয় হিন্দুদের সাথে বিভিন্ন উস্কানিমূলক কথাকে কেন্দ্র করে বর্তমান সময়ে দ্বন্দ্ব চলছে। যা কেন্দ্রীয় আওয়ামী লীগকেও প্রশ্নের সম্মুখীনে পড়তে হয়। এরকম রেষারেষিতে স্থানীয় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে খুঁজে নিতে হিমশিম খাচ্ছে।
স্থানীয় ভোটাররা তরুণ নেতৃত্বকে খুঁজে বের করার চেষ্টা করছে। এতে করে লিভারেল ইসলামিক জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ সুজন (একতারা প্রতীক) তরুণ প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছে। অন্যদিকে এমপি বাহারের এক সময়ের প্রতিদ্বন্দ্বী প্রয়াত আফজল খানের মেয়ে আঞ্জুম সুলতানা সীমা।নৌকা না পেয়ে হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। সীমা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

Check Also

কুরবানির আগেই অস্থির মসলার বাজার

কুরবানি সামনে রেখে অস্থির হয়ে উঠেছে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে মসলার বাজার। পুরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x