Monday , 20 May 2024
শিরোনাম

শ্রীনগরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত।

শ্রীনগরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত।

এইচ. আই লিংকন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ২নং ওয়ার্ডে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় এই বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এত অংশ গ্রহন করে ২নং ওয়ার্ডে বিভিন্ন গ্রাম থেকে আশা ৫০ জন নারী। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আছিয় আক্তার রুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ। প্রকল্পের তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা ইসলাম লিজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন খান ও মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।

এসময় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মুক্তিযুদ্ধে নারীদের অবদান নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে নারীর উন্নয়ন এবং এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রদত্ত নারীদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরণের ভাতা প্রদান কর্মসূচিসহ বিভিন্ন সরকারি দপ্তরের সেবাসমূহ ও প্রশিক্ষণ সম্পর্কে অংশগ্রহণকারী নারীদেরকে অবহিত করা হয়। নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Check Also

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। সঙ্গে তার সফরসঙ্গীরাও। তাদের মধ্যে আর কেউ বেঁচে নেই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x