মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ শ্রীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা প্রশ্রসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তোহা, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী, উপজেলা পল্লী বিদ্যুৎ ডিজিএম মদন কুমার, শ্রীনগর থানার ওসি (অপারেশন) পুস্পেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়াম্যানগন।