Sunday , 19 May 2024
শিরোনাম

সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক- পুলিশ সুপার জনাব : মো সাইফুল ইসলাম।

আবির হোসেন সজল, লালমনিরহাট :

সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার জনাব : মো সাইফুল ইসলাম।

মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স করতে চাই বলে ঘোষণা দেন নবাগত পুলিশ সুপার।

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে লালমনিরহাটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম লালমনিরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

 

তিনি সকলের সহযোগিতা চেয়ে আরও বলেন, জেলায় সংগঠিত বাল্য বিবাহ, সামাজিক অপরাধ, জঙ্গিবাদ, নারী নির্যাতন, জুয়া, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

 

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা ভিশন প্রতিনিধি মেহেদী হাসান জুয়েল, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, বাংলা নিউজ প্রতিনিধি খোরশেদ আলম সাগর, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, এনবিনিউজ প্রতিনিধি শাহজাহান সাজু, দৈনিক প্রতিদিনের বার্তা প্রতিনিধি এসকে সাহেদ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক যুগের আলো প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল, দৈনিক দাবানল প্রতিনিধি রুহুল আমিন বাবু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মিলন পাটোয়ারী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, এশিয়ান টিভি প্রতিনিধি নিয়ন দুলাল, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, ঢাকা পোস্ট প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মিজানুর রহমান মিজু প্রমুখ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মারুফা জামাল, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদেরসহ লালমনিরহাট জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আবির

Check Also

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ প্রজন্মদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষমতায় এসে কাজ শুরু করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x