Saturday , 18 May 2024
শিরোনাম

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হলো পাবনা জেলা সোসাইটির পূর্ণমিলনী

রবিবার সাপ্তাহিক ছুটির দিনে সিঙ্গাপুরের ইষ্ট কোস্ট ফার্কে সিঙ্গাপুর পাবনা জেলা সোসাইটির উদ্যোগে আয়োজিত সিঙ্গাপুরে কর্মরত পাবনা জেলার প্রবাসীদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর পাবনা জেলার সোসাইটির উপদেষ্টামন্ডলী, আহ্বায়ক এবং সকল সদস্যবৃন্দ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর পাবনা জেলা সোসাইটির প্রধান উপদেষ্টা মোঃ মোস্তাক আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান টিটু।

পাবনা জেলার সোসাইটির সভাপতি মোহাম্মদ আরিফ হোসেনের সভাপত্বিতে এবং যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ডাবলু সঞ্চালনায় অনুষ্ঠানের বিভিন্ন খেলাধুলা এবং গান-বাজনায় মুখরিত করে আনন্দ উল্লাসে মেতে ওঠেন পাবনা জেলা সোসাইটির প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানের আলোচকদের মধ্যে সবাই বলেন, প্রবাসী বন্ধুদের নিয়ে সিঙ্গাপুর সোসাইটি পাবনা জেলা, আগামী দিনে দেশ ও জাতির কল্যাণ মূলক কাজে এগিয়ে আসবে এবং বাংলাদেশের সামাজিক সকল প্রকার কাজের সঙ্গে সহযোগিতা করবেন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক, মোঃ আবুসাহদাত ইবনে আমিন যুগ্ম আহবায়ক, মোঃ মানিক সোসেন, যুগ্ম আহবায়ক, মোঃ আরিফুল ইসলাম আরিফ যুগ্ম আহবায়ক, মোঃ জুয়েল রানা, মো,সামিম মোল্লা, মোঃ মাহতাবউদ্দিন, মোঃ হেলাল হোসেন, লিটন হোসেন, মোঃ আলী, মোঃ সাব্বির হোসেন, মোঃ জুয়েল রানা, এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ রুবেল ইসলাম, রাকিবুল ইসলাম, সোহেল রানা, মোঃ রফিকুল ইসলাম, সরিফুল ইসলাম, হেলাল সোসেন, মানিক, সুলতান হোসেন, সাইদুল ইসলাম, নজরুল ইসলাম,সহ অন্যান সকল সদস্যরা।

দুপুরের খাবার এবং অন্যান আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠান উপভোগ করেন সকলেই।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x