Saturday , 18 May 2024
শিরোনাম

সিত্রাং: বরিশাল জেলায় ১১ নিয়ন্ত্রণ কক্ষ

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলজুড়ে বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের গতিবেগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

সেই সাথে নদ-নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।
এ অবস্থায় বরিশাল জেলায় একটি এবং ১০ উপজেলায় ১০টি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি শাখার দায়িত্বে থাকা সহকারী কমিশনার লাকী দাস।

জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বরিশাল জেলা সাত নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সমগ্র বরিশাল জেলার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ এবং প্রতিটি উপজেলায় ১টি করে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় জরুরি প্রয়োজনে নিচের নম্বরগুলোতে ফোন করার জন্য অনুরোধ করা হয়েছে—

কন্ট্রোল রুম, বরিশাল
02478864257, 01318-256302, 01700716720

কন্ট্রোল রুম, সদর উপজেলা, বরিশাল- 01718023139, 01776797622, 02478861113

কন্ট্রোল রুম, বাবুগঞ্জ
01318256331, 01711158375

কন্ট্রোল রুম, বানারীপাড়া
01318256333, 01716787175

কন্ট্রোল রুম,আগৈলঝাড়া
01318256330,01718849366, 01768426816

কন্ট্রোল রুম, বাকেরগঞ্জ
01700717060, 01732147657

কন্ট্রোল রুম, উজিরপুর
01916994771, 01641554787, 01712293903

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x