Sunday , 28 April 2024
শিরোনাম

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

এইচ. আই লিংকন,মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (২৯মে) দুপুরে উপজেলার ইছাপুরা চৌরাস্তা এলাকায় বিক্রমপুর ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেনশন সেন্টার ও ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর। এসময় নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টার দুটিকে সব রকম কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা, এসআই মো.মাসুদ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, যেসকল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার রয়েছে সেগুলো কে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে বন্ধ করে দেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Check Also

‘ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয় বন্ধ করা যুক্তিযুক্ত নয়’

ঢাকার বর্তমান তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x