ফরিদপুর জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর জসীম উদ্যানে জসীম পল্লী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মো: আব্দুর রহমান।
তিনি আরও বলেছেন, বাংলাদেশের একটি মানুষ বেঁচে থাকতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না, কোনোদিন পারবে না।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, পল্লী কবির জীবন ইতিহাসের অংশ কুমার নদের পাড়ে সোজন বাদিয়ার ঘাটটিকে খনন করে একটি পর্যটন কেন্দ্র করা হবে। এছাড়া সেখানে মাছ চাষীদের জন্য মাছেরও চাষ করা হবে। দেশীয় প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস।