Sunday , 28 April 2024
শিরোনাম

সোজন বাদিয়ার ঘাট হবে পর্যটন কেন্দ্র: প্রাণিসম্পদ মন্ত্রী

ফরিদপুর জেলা প্রতিনিধি: মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর জসীম উদ্যানে জসীম পল্লী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মো: আব্দুর রহমান।

 

তিনি আরও বলেছেন, বাংলাদেশের একটি মানুষ বেঁচে থাকতে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না, কোনোদিন পারবে না।

 

জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, পল্লী কবির জীবন ইতিহাসের অংশ কুমার নদের পাড়ে সোজন বাদিয়ার ঘাটটিকে খনন করে একটি পর্যটন কেন্দ্র করা হবে। এছাড়া সেখানে মাছ চাষীদের জন্য মাছেরও চাষ করা হবে। দেশীয় প্রজাতির মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবে তারা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো: ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস।

Check Also

রাণীশংকৈলে বৃষ্টির জন্য ইস্তেখারার নামাজ

আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ও আশপাশের এলাকায় বেশ কিছুদিন ধরে অনাবৃষ্টি ও প্রচন্ড গরমে জনজীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x