Monday , 20 May 2024
শিরোনাম

স্কিলস ফর এমপ্লয়মেন্ট পোগ্রাম (SEIP) প্রকল্পের বান্দরবানে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
স্কিলস ফর এমপ্লয়মেন্ট পোগ্রাম (SEIP) প্রকল্প অর্থ বিভাগ,অর্থ মন্ত্রণালয়, সামাজিক প্রচার কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে জেলা পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক অহিতকর কর্মশালা বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪জুলাই রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কিলস ফর এমপ্লয়মেন্ট পোগ্রাম (এস.ই.আই.পি) প্রকল্প অর্থ বিভাগ এর যুগ্ম- সচিব মাহবুবা ফারজানা। বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সচিব গাজী আবুল কালাম,(এস.ই.আই.পি) প্রকল্প অর্থ বিভাগ এর সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন, টিভিইটি স্পেশালালিষ্ট -২ মো: নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, বান্দরবান কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি)’র অধ্যক্ষ প্রকৌশলী পলাশ কুমার বড়ুয়া, বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মুহাম্মদ হাসান আলী, সমাজ সেবার উপ-পরিচালক মিল্টন মহুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, বান্দরবান বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু ছালেহ, সাংবাদিক মুহাম্মাদ আলী,টিটিসি’র প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী মো: বাদশা প্রমুখ।

অবহিত করণ সভায় অতিথিরা বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি নারী ও পুরুষদের বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় বান্দরবান জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি)তে বান্দরবান টিটিসিতে দক্ষ জনশক্তি প্রস্তুত ও দেশে-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করে বেকার জীবন থেকে মুক্তি লাভ করে কর্মমুখী জীবনে পদার্পন করে নিজে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবে, এবং পরিবার সমাজ রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। আপনি একজন দক্ষ কর্মী হিসেবে বিদেশ যথাক্রমে সৌদিআরব, দুবাই,মালোশিয়া, জর্দান, জাপান, হংকং এ গেলে আপনার বেতন ভাতা’সহ অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে এর কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে, আগামীতে আরো বেশী দক্ষ কর্মী বিদেশ গিয়ে দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে এই প্রত্যাশা রইল।

Check Also

বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকিসহ নানা অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড.হুমায়ুন কবির সুমনের সাংবাদিক সম্মেলন

লুৎফুর রহমান রিপন।। আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x