Wednesday , 1 May 2024
শিরোনাম

হাতিরপুলের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারের পাশে রাজ কমপ্লেক্স নামের ছয় তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের সহকারী পরিচালক আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ভবনটিতে আগুন লাগলে তা নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। পরে নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।

ভবনটিতে জানালা না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেয়াল ভাঙা হয় বলে এর আগে জানিয়েছিলেন আনোয়ারুল হক। তিনি তখন বলেন, ভবনটির কার্পেটের গোডাউনে আগুন লেগেছে। চারপাশে কোনো জানালা না থাকার কারণে দেয়াল ভাঙতে হচ্ছে।

এর আগে হাতিরপুলের এ আগুন লাগার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x