Friday , 26 April 2024
শিরোনাম

১৭০০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে সৌদির একটি কোম্পানি

আগামী দুই মাসের মধ্যে প্রায় এক হাজার ৭০০ বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠাবে সৌদি আরবের মদিনা শহরের একটি কোম্পানি। এরইমধ্যে শ্রমিকদের এক্সিট ভিসা দেয়ার কার্যক্রম শুরু করেছে বিয়াহ্ ক্লিনিং কোম্পানি নামের ওই প্রতিষ্ঠান।

কোম্পানির দাবি, শ্রমিকদের কাজের মেয়াদ শেষ হওয়ায় এবং আইন অমান্য করার কারণে তাদের দেশে পাঠানো হবে। তবে শ্রমিকরা বলছে, বিভিন্ন সময় বেতন বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও মারামারির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। প্রতিষ্ঠানটিতে প্রায় দুই হাজার ৩০০ বাংলাদেশি শ্রমিক কাজ করতেন।

সৌদি আরবের সাংবাদিক সৈয়দ আহমেদ ভুঁইয়া বলেন, দুই বছর আগে কোভিড-১৯ এর সময় তারা টিকার দাবিতে আন্দোলন শুরু করেন। কিন্তু বাজারে আসার পর ভ্যাকসিন দেবে না বলে আন্দোলন গড়ে তোলেন বাংলাদেশি শ্রমিকরা।

তিনি বলেন, এই কোম্পানিতে বিভিন্ন দেশের ৬-৭ হাজার শ্রমিক কাজ করেন। পরে জেদ্দা কনস্যুলেট আন্দোলনরত বাংলাদেশি বোঝাতে সক্ষম হন। কিন্তু পরবর্তীতে ছোটখাটো ইস্যুতে আন্দোলন করতেন বাংলাদেশি শ্রমিকরা। তারা কাজেও যেতেন না। এমনকি মারামারি করতেন তারা। দোকান দখল নিয়েও মারামারি চলত।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x