Friday , 26 April 2024
শিরোনাম

২০২২ সালের পুলিৎজার পুরস্কার পেল যারা

বিশ্বে সাংবাদিকতা, সাহিত্য এবং সংগীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে সমাদৃত পুলিৎজার পুরস্কারের চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার সর্বাধিক তিনটি বিভাগে পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। এ ছাড়া ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সও জিতেছে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি স্থানীয় সময় সোমবার (৯ মে) এ পুরস্কার ঘোষণা করে।

বিশ্বে সাংবাদিকতা, সাহিত্য এবং সংগীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে সমাদৃত পুলিৎজার পুরস্কারের চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার সর্বাধিক তিনটি বিভাগে পুরস্কার জিতেছে নিউইয়র্ক টাইমস। এ ছাড়া ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সও জিতেছে সাংবাদিকতার নোবেল খ্যাত পুলিৎজার।

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি স্থানীয় সময় সোমবার (৯ মে) এ পুরস্কার ঘোষণা করে।

ফ্লোরিডার সিসা কারখানায় দূষণ সংশ্লিষ্ট অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সাংবাদিকতা বিভাগে পুরস্কার জিতেছেন ট্যাম্পা বে টাইমসের সাংবাদিক কোরি জি জনসন, রেবেকা উলিংটন ও অ্যালি মারি।

ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। দানিশ সিদ্দিকীর ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে এ পুরস্কার জেতে মার্কিন গণমাধ্যমটি। এছাড়া গেটি ইমেজের আলোকচিত্রি উইন ম্যাকনামি, ড্রু অ্যাঞ্জেরার, স্পেন্সার প্ল্যাট, স্যামুয়েল কোরাম এবং জন চেরি অর্জন করেন সর্বোচ্চ এ সম্মাননা। ক্যাপিটল হিলের ঘটনা কভার করে তারা পুলিৎজার জিতলেন।

লস অ্যাঞ্জেলেস টাইমসের আলোকচিত্রী মার্কাস ইয়ামও পুলিৎজার পেয়েছেন। ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ছবি তুলে সাংবাদিকতরার সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হন তিনি।

এবার প্রথমবারের মতো পুলিৎজার জিতেছে ইনসাইডার ওয়েবসাইট (বিজনেস ইনসাইডার)। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ড। ফ্লোরিডার চ্যামপ্লেইন টাওয়ারস সাউথ বহুতল ভবন ধসের ঘটনায় সবার আগে সংবাদ প্রকাশ করে এ সম্মাননা পায় সংবাদমাধ্যমটি।

খবরে আরো বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাস শুরু হওয়ার পর যে সকল সংবাদকর্মী কাজ করে যাচ্ছেন, বিশেষভাবে তাদের কথা উল্লেখ করেছে পুলিৎজার পর্ষদ। এছাড়া রণাঙ্গনের সংবাদ সংগ্রহে গিয়ে নিহত ১২ সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। পুলিৎজার পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x