Thursday , 2 May 2024
শিরোনাম

৪০ দিনে ২৫০ যানবাহনে আগুন

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত গত ৪০ দিনে ২৫০টি যানবাহনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, পুড়িয়ে দেয়া যানবাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক রয়েছে। এছাড়া ২১টি কভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন। এছাড়া ১৫টি স্থাপনায় আগুন দেয়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এতে এক পুলিশ সদস্য নিহত হন। আহত হন অনেকে। কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও হামলা হয়।

 

 

Check Also

ঢাকায় গরমে রিকশা চালানোর সময় চালকের মৃত্যু

প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে আব্দুল আউয়াল (৪৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x