Monday , 6 May 2024
শিরোনাম

৫০ বছরের রেকর্ড ভেঙেছে জার্মানির মুদ্রাস্ফীতি

খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধির ফলে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানির মুদ্রাস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত ৫০ বছরের রেকর্ড ছাড়িয়েছে মুদ্রাস্ফীতির হার। দেশটির সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৭.৯ ভাগ।

জার্মান পরিসংখ্যান সংস্থা বলছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার সংঘাত হচ্ছে দেশের জ্বালানি এবং খাদ্য মূল্য বেড়ে যাওয়ার প্রধান কারণ। আর এর ফলেই গত ৫০ বছরের মধ্যে দেশে মুদ্রাস্ফীতির মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এছাড়া করোনা মহামারির সময় খাদ্য সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ফলেও দাম বেড়েছে। পরিস্থিতি মোকাবেলায় সরকার ভোক্তাদের নানা রকমের সুযোগ সুবিধা দেয়ার নীতি গ্রহণ করছে। পাশাপাশি পরিবহন খরচ কমানোর জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত গ্যাসের মূল্যে ভর্তুকি দেয়ার চিন্তা করা হচ্ছে।

গ্যাসের মূল্যে ভর্তুকি দিতে গেলে জার্মানিতে মুদ্রাস্ফীতির পরিমাণ আরও বাড়বে বলে ধারণা করছেন দেশটির অর্থনীতিবিদরা।

Check Also

টিভিএন২৪ টিভির সিনিয়র সাংবাদিক ও বিশেষ প্রতিনিধি শামীম আহমদ আমেরিকা থেকে কাতার আগমন উপলক্ষে মত বিনিময়ের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি৷

টিভিএন ২৪ টিভি কাতার প্রতিনিধি ই এম আকাশের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বঙ্গবন্ধু পরিষদ কাতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x