Friday , 3 May 2024
শিরোনাম

৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পথে ইমানুয়েল ম্যাক্রোঁ।

আন্তর্জাতিক ডেক্স : ৫৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পথে ইমানুয়েল ম্যাক্রোঁ। ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেনকে হারিয়ে স্পষ্ট জয় নিয়ে আবার প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোঁ। এক প্রতিবেদনে আল-জাজিরা জানিয়েছে, ফরাসি গণমাধ্যমের হিসাবমতে, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ মারিন ল্য পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট। ভোটের প্রকৃত ফল এবং বুথফেরত জরিপের সমন্বয়ে ম্যাক্রোঁর জয়ের এই পূর্বাভাস দিয়েছে ফরাসি গণমাধ্যম।

সময় যত গড়াচ্ছে ম্যাক্রোঁর জয় ততটাই স্পষ্ট হচ্ছে। এর ফলে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। তারা ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে স্লোগানও তোলেন। নির্বাচনে ম্যাক্রোঁর এই জয়ে ২০ বছরের মধ্যে তিনিই হবেন ফ্রান্সে আরেক মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট। ম্যাক্রোঁর জয়ের পূর্বাভাস আসা মাত্রই তাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেল।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে গত ১০ এপ্রিলে। সেই ভোটে এগিয়ে ছিলেন মাক্রোঁ৷ তার পরের অবস্থানেই ছিলেন মারিন ল্য পেন। তবে ব্যবধান কম থাকায় অনিশ্চয়তা ছিল। ২৪ এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটে মুখোমুখি হন এই দুই প্রার্থী।

Check Also

নরসিংদীতে গারদে আটক বন্দীকে খাবার না দেওয়ার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অবস্থিত গারদখানার এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x