এইচ. আই লিংকন,মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে শ্রীনগরে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মিনহাজ উদ্দিনের আয়োজন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইল ভোগ নওপাড়া গ্রামে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তার মাতার ৪র্থ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রুহের মাগফেরাত কামণা করা হয় এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন কেএম নজির, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিদারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য ব্যারিস্টার কিবরিয়া শিমুল, মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অজয় চক্রবর্তী, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ বারের সাবেক সভাপতি এডভোকেট মোহাম্মদ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।