Tuesday , 7 May 2024
শিরোনাম

বন্য হাতি দ্বারা বিনষ্ট ফসলের ক্ষতিপূরণ দিল বনবিভাগ।

মোঃ সেলিম উদ্দীন, বিশেষ প্রতিনিধিঃ
বনজ ও ফলজ ক্ষেতের উপর বন্য হাতির তান্ডবে ক্ষেতের মালিককে বিনষ্ট ফসলের ক্ষতিপূরণ দিলেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলারধীন চুনতি রেঞ্জ আওতাধীন হারবাং বিট বন বিভাগ। ১২ জুন দুপুরে চকরিয়া হারবাং ইউনিয়ন পরিষদ হল-রুমে ক্ষেতের মালিক তাহাসিনা আক্তারকে ২০ হাজার টাকার চেক প্রদান করেন চুনতি বন রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দীন মিরাজসহ সকল ইউপি সদস্য ও কর্মকর্র্তাবৃন্দ।
সম্প্রতি সময়ে হারবাং ইউনিয়নের সাবানকাটা এলাকায় ৭নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য তাহাসিনা আক্তারের রোপিত পেঁপে বাগানে বন্য হাতি আক্রমণ করে নষ্ট করে দেয়। এতে ক্ষতিগ্রস্থ মালিক তাহাসিনা আক্তার চুনতি ও হারবাং বন বিভাগে ক্ষতিপূরণ প্রাপ্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভাগ তাকে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করেন।
এ বিষয়ে চুনতি রেঞ্জ কর্মকর্তা শাহীনুর রহমান বলেন, বন্যপ্রানী রক্ষায় বনবিভাগ সব সময় প্রস্তুত রয়েছে। বন্যপ্রানী কর্তৃক কোন ফসল নষ্ট হলে সরকারের পক্ষ থেকে ক্ষতি পূরণ দেওয়া হচ্ছে। তাই বন্যপ্রানী হত্যা বন্ধ ও রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।

Check Also

বুধবার যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের দিন আগামী ৮ মে (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x