ফরিদগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
মোঃ জাকির হোসেন, (ফরিদগঞ্জ) চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০২৫ –২৬ অর্থ বছরে রাজস্ব ও উন্নয়ন খাতের সর্বমোট প্রস্তাবিত বাজে ৬০,৬৮, ৪৩, ১১০ টাকার ঘোষণা।
২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। মঙ্গলবার ১লা জুলাই
দুপুর ১২টায়। এ সময় তিনি ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের খাতয়ারী উন্নয়ন হিসাবের আয় – ব্যয়ের হিসাব তুলে ধরেন। আয়ের খাত,১। উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ ২,৩০,০০,০০০,টাকা ২।গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৩) ১০,০০,০০০,০০টাকা,৩। কোভিট১৯ শীর্ষক প্রকল্প ১০,০০,০০,০০০টাকা,৪।IUGIP প্রকল্প, ৩০,০০,০০,০০০টাকা,উপমেট #৫২,৩০,০০,০০০।প্রারন্তিক স্হতি,৩,৮৮,১৯,০৬৫,০০টাক।সর্বমোট,৫৬,১৮,১৯,,০৬৫,০০টাকা,ব্যয়ের খাত, ১।অবকাঠামো, ২(ক) রাস্তা নির্মাণ,৪০,৫০,০০,০০০,টাকা ৩।(খ) ড্রেন নির্মা,১০,২৯,০০,০০০টাকা,৪।রাস্তা মেরাম, ৩০,০০,০০০টাকা ৫।গাইড ওয়াল নির্মাণ, ২০,০০,০০০,
উপমোট,৫১,২৯,০০,০০০টাক।,সমাপ্তি জের,৪,৮৯,১৯.০৬৫,০০টাকা।সর্বমোট, ৫৬,১৮,১৯০,৬৫,,০০টাকা।সর্বমোট আয়ের খাত ,৪,৫০,২৪,০৪৫,০০টাকা।ব্যয়ের খাত সর্বমোট, ৪,৫০,২৪,০৪৫,০০টাকা