ইলিয়াস আলী ফিরবেন, প্রত্যাশা এম এ মালিকের
যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, “আমরা চাই ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে। যারা এর পেছনে ছিলেন তাদের বিচার চাই।”
গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে নগরের দক্ষিণ সুরমায় নিজ বাসভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চৌধুরী আলম ও ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন তারা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এম এ মালিক বলেন, ‘সাংবাদিকতাকে আমরা এমন এক শক্তিশালী মাধ্যম হিসেবে দেখতে চাই, যা নিউক্লিয়াস থেকেও বেশি শক্তিধর। আপনারা যেভাবে শব্দ আর লেখার মাধ্যমে সত্য তুলে ধরেন, তাতে জাতি গঠনে বিশাল অবদান রাখতে পারেন।’
আয়নাঘর নামের অপশাসন আর যাতে না ফিরে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের দেশে বহু মানুষ ক্রসফায়ারে নিহত হয়েছেন, এখনো রামপাল, সমুদ্রবন্দর ও করিডর আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা চাই, ভবিষ্যতে যেন আবার ‘আয়নাঘর’ নামক অপশাসন ফিরে না আসে, আর যারা এর পেছনে ছিলেন, তাদের বিচার হোক।
আবার যারা দুর্নীতিগ্রস্ত, তাদের মুখোশও সাংবাদিকদের কারণেই উন্মোচিত হয়েছে। সত্যিকার ভালো মানুষদের পাশে দাঁড়ালে আপনারাই পারেন তাদের উচ্চতায় নিয়ে যেতে।