কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৯৭১ সালে ফুলবাড়ী থানার স্বাধীনতা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশে ১৯৭১ সালের ১২ মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকারী দ্বিতীয় ব্যক্তি মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইউনুস আলী বাঘা ইউনুস এর ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা মৎস্যজীবীলীগের আহবায়ক আতাউর রহমান রতনের সঞ্চালনায় বুধবার বিকেলে বাঘা ইউনুস স্মৃতি পরিষদের আয়োজনে নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় চত্বরে বাঘা ইউনুস স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি মরহুম বাঘা ইউনুসের সহধর্মিনী তাহরিনা ইউনুসের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহ -সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বাদল,কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায় ফুলবর রহমান,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ফুলবর রহমান,লালমনিরহাট জেলার সাবেক এমপি আবুল হোসেনের ছেলে অ্যাডভোকেট গোলাম হায়দার, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক খায়রুল বাসার,ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আর অনেকে। এ সময় বক্তারা মরহুম বাঘা ইউনুস একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক হওয়ার পরও মুক্তিযুদ্ধোর তালিকায় তাঁর নাম না অন্তর্ভুক্ত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত তার নামটি মুক্তিযুদ্ধোর অন্তর্ভুক্ত করার জন্য সরকারের কাছে দাবী জানান।