ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কাতারস্থ লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের নেতৃবৃন্দের মত বিনিময় অনুষ্ঠিত নৈতিকতা ছাড়া উন্নয়ন টেকসই নয়, সেনাপ্রধানের বক্তব্যে আলোড়ন- লে: সাইফুল্লাহ সাত বিয়ে করা রবিজুল মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার রাণীশংকৈলে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে  যুবকের মৃত্যু। ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামে মির্জা ফখরুল বাংলাদেশ মানবাধিকার কমিশন, রামপুরা থানা শাখার আয়োজনে পরিচিতি সভা ও হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত জামায়াত আমিরকে সেনাপ্রধানের ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজ ‘সৎ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসাররা পদোন্নতির দাবিদার’ দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান

নির্ধারিত সময়েই হবে নির্বাচন, এক দিনও পেছাবে না: প্রেস সচিব

সাংবাদিক

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এক দিনও পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আয়োজন ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’তে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং তা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে—এমন নির্বাচন এর আগে বাংলাদেশে হয়নি।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূস নিজেও বারবার আশ্বস্ত করেছেন যে, নির্বাচন ভালো হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে।”

পিআর পদ্ধতি ও সংলাপ প্রসঙ্গে তিনি জানান, “জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে আলোচনা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকার দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোয় দ্রুত বিচার নিশ্চিত হচ্ছে।”

গোপালগঞ্জকে আলাদা করার গুজব প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেই। দেশের সব জেলার মানুষ সমানভাবে বিবেচিত হয়—কোনো বৈষম্য নেই।”

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল বলেন, “৫ আগস্ট সনদ ঘোষণা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে চেষ্টা চলছে। প্রায় প্রতিদিনই এ নিয়ে আলোচনা হচ্ছে।”

অনুষ্ঠানে সাংবাদিকতা, প্রযুক্তি, সংগীত ও উদ্যোক্তা খাতের ১১ জন বক্তা তাঁদের চিন্তা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। এবারের টেডএক্স ইভেন্টের প্রতিপাদ্য ছিল “The Next Wave”—যার উদ্দেশ্য ভবিষ্যতের সম্ভাবনার দিকনির্দেশনা তুলে ধরা।

টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা মার্কিন অলাভজনক সংস্থা টেড-এর অনুমোদনে পরিচালিত হয়। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই আয়োজন হয়েছিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
৫১৫ Time View

নির্ধারিত সময়েই হবে নির্বাচন, এক দিনও পেছাবে না: প্রেস সচিব

আপডেটের সময় : ১০:২৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নির্বাচনের যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এক দিনও পিছিয়ে যাবে না বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আয়োজন ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’তে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে।

শফিকুল আলম বলেন, “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং তা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে—এমন নির্বাচন এর আগে বাংলাদেশে হয়নি।” তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা ইউনূস নিজেও বারবার আশ্বস্ত করেছেন যে, নির্বাচন ভালো হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে।”

পিআর পদ্ধতি ও সংলাপ প্রসঙ্গে তিনি জানান, “জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আটটি বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে এবং তিনটি বিষয়ে আলোচনা শুরু হয়নি। আমরা বিশ্বাস করি, সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সরকার দ্রুত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোয় দ্রুত বিচার নিশ্চিত হচ্ছে।”

গোপালগঞ্জকে আলাদা করার গুজব প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, “এমন কোনো সিদ্ধান্ত সরকারের নেই। দেশের সব জেলার মানুষ সমানভাবে বিবেচিত হয়—কোনো বৈষম্য নেই।”

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল বলেন, “৫ আগস্ট সনদ ঘোষণা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে চেষ্টা চলছে। প্রায় প্রতিদিনই এ নিয়ে আলোচনা হচ্ছে।”

অনুষ্ঠানে সাংবাদিকতা, প্রযুক্তি, সংগীত ও উদ্যোক্তা খাতের ১১ জন বক্তা তাঁদের চিন্তা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার গল্প তুলে ধরেন। এবারের টেডএক্স ইভেন্টের প্রতিপাদ্য ছিল “The Next Wave”—যার উদ্দেশ্য ভবিষ্যতের সম্ভাবনার দিকনির্দেশনা তুলে ধরা।

টেডএক্স একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা মার্কিন অলাভজনক সংস্থা টেড-এর অনুমোদনে পরিচালিত হয়। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই আয়োজন হয়েছিল।