সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রাম পুলিশদের মাঝে চট্টগ্রাম পুলিশ সুপারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার সময় সাতাকনিয়া থানা কম্পাউন্ডে উপজেলার ১৭ ইউনিয়নের গ্রাম পুলিশদের চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়। চৌকিদারি প্যারেডে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। এ সময় প্যারেড শেষে চট্টগ্রাম পুলিশ সুপার এম. এম শফি উল্লাহ বিপিএম-এর পক্ষে সাতকানিয়া থানা আফিসার ইনচার্জ মো. ইয়াসির আরাফাতের আয়োজনে গ্রাম পুলিশ ও এলাকার অসহায় দরিদ্র শীতার্ত ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, গ্রাম পুলিশের দফাদার ও চৌকিদারদেরকে যার যার এলাকায় চুরি, ডাকাতি, মাদক প্রতিরোধ, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে করণীয় সহ বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। কম্বল বিরতণ অনুষ্ঠানে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শফিকুল ইসলাম, ঢেমশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছৈয়দ ওমর, সাতকানিয়া থানার অন্যান্য সকল অফিসারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।