Monday , 20 May 2024
শিরোনাম

তারেক-জোবাইদাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রীকে যুবলীগের স্মারকলিপি

দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে যুবলীগ। স্মারকলিপিতে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করাসহ কয়েকটি দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুল মোমেনের কাছে এই স্মারকলিপি দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবন, আইনজীবী মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহিন ও মৃণাল কান্তি জোয়ারদার।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্মারকলিপিতে সই করেছেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জিয়াউর রহমানকে ‘খুনি’ উল্লেখ করে তার মরণোত্তর বিচার ও বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানানো হয়।

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x