Sunday , 28 April 2024
শিরোনাম

প্রথমবার বিশ্বকাপ সেমিতে স্পেন

নারী ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়ল স্পেনের মেয়েরা। নেদারল্যান্ডসকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো পা রাখল সেমিফাইনালের মঞ্চে।

ওয়েলিংটনে শুক্রবার দারুণ এক লড়াই দেখেছে দর্শক। যোগ করা সময়ে গোল করে ম্যাচটা অতিরিক্ত সময়ে নিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২-১ গোলের জয়ে স্পেন পেয়ে গেছে শেষ চারে খেলার ছাড়পত্র।

এর আগে বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠাই ছিল স্পেনের মেয়েদের সেরা সাফল্য।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও ম্যাচে গোলের দেখা মিলছিল না। এমন পরিস্থিতিতে ৮১তম মিনিটে মারিওনা কালদেন্তে গোল করে স্পেনকে এগিয়ে নেন।

কিন্তু স্টেফানি ফন ডার গ্রাট যোগ করা সময়ে ডাচদের সমতা এনে দেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। যে গ্রাট গোল করেছেন, তার হাতে বল লাগার কারণেই পেনাল্টি পেয়েছিল স্পেন।

১১১তম মিনিটে স্পেনের সালমা পারালুয়েলো দেখার মতো এক গোলে স্কোর লাইন ২-১ করেন। স্পেনের এ দলটায় যিনি সবচেয়ে কম বয়সী ফুটবলার। তার গোলেই স্পেন বিশ্বকাপের মঞ্চে সেরা সাফল্য অর্জন করল।

Check Also

বিশ্ব রেকর্ড গড়ে জিতল পাঞ্জাব

এতদিন শাহরুখ খান আর প্রীতি জিনতার জন্য ‘বীর-জারার’ লড়াই বলেই পরিচিত ছিল ম্যাচ। এবার ইতিহাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x