জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম প্রতিনিধি: ০৭.০৯.২৩ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে অভিভাবকগনের সম্পৃক্তকরণ ও পারস্পরিক যোগাযোগ গড়ে তুলতে এ সমাবেশের আয়োজন করা হয়।ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকারের সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় চত্বরের এ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মলিহা খানম, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক ওবায়দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আইয়ুব আলী, মাহাবুবুল হক সাউদ, অভিভাবক এরশাদুল হক ভুট্টো, শ্যামলী রানী রায়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। মাসফিয়া মেহজাবিন, মুনতাসির রাফি।