নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর আয়োজনে লিড ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নেতৃত্বে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি কিশোরগঞ্জ জেলা শহরস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ক্যামেলকো তাহের আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিএফআইইউ-এর ডেপুটি হেড ও নির্বাহী পরিচালক এ এফ এম শাহীনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন ও মোঃ মোশাররফ হোসেন এবং উপ-পরিচালক মোঃ তরিকুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি ক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী এবং ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ।