নির্বাচনের আগের দিনের ঘটনা এই দুটো, তবে এর আগেও তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।
এত বিতর্কের পরেও আজ অবশেষে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে কাউন্সিলরদের ভোটে তিনটি ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন ২৩ জন। আর জাতীয় ক্রীড়া পরিষদের দুই জন পরিচালক কোটা থেকে পরিচালক হয়েছেন আরও দুজন।
মোট ২৫ জন পরিচালকের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ সভাপতি হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।