02 December, 2020
শিরোনাম

গোপনে পরমাণু বোমা বানাচ্ছে সৌদি আরব!

 18 Nov, 2020   12 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ইরানের পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের জন্য হুমকি মনে করে সৌদি আরবসহ পশ্চিমা জোট ও তাদের মিত্র দেশগুলো। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ গোপনে পরমাণু বোমা বানাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এতে রীতিমতো ঘি ঢেলে দিয়েছে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাম্প্রতিক একটি মন্তব্য। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেহরান পরমাণু কর্মসূচি বন্ধ না করলে রিয়াদও পরমাণু বোমা অর্জনের অধিকার সংরক্ষণ করে।

এর জবাবে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেন, সৌদি আরব গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করলে মূল্য দিতে হবে।

অফিসিয়াল টুইটার পেজে তিনি আরো বলেন, নিজের অপরাধের দায় অন্যের ওপর চাপানোতে ধোঁকা দেয়ার কৌশল নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে পরমাণু বোমার কথা বলে মধ্যপ্রাচ্যে ভীতি ছড়াতে চায় রিয়াদ।

গোপন পরমাণু কর্মসূচির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অসহযোগিতা করে আসছে সৌদি আরব। এ ক্ষেত্রে দেশটি যাতে অজুহাত খুঁজতে না পারে, সে বিষয়ে সাহস দেখাতে সংস্থাটির প্রতি আহ্বান জানান কাজেম গরিবাবাদি।

বছর দুই আগে সৌদি আরবে রিয়েক্টরসহ ৭টি পরমাণু কেন্দ্রের উদ্বোধন করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তখনও তিনি বলেছিলেন, রিয়াদ পরমাণু বোমা বানাবে না। তবে ইরান বোমা বানালে তারাও একই পদক্ষেপ নেবে।

আইএইএ’র তৎকালীন প্রধান ইউকিয়া আমানো সৌদি পরমাণু রিয়েক্টর পরিদর্শন করতে চাইলেও অনুমতি দেয়নি রিয়াদ। এ নিয়ে দায়িত্বের শেষ দিকে এসে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ