04 December, 2020
শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

 19 Nov, 2020   59 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

দক্ষিণ আফ্রিকায় প্রতিপক্ষের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নির্মম এই ঘটনার দুদিন পেরলেও এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুরুতর আহত আরেক প্রবাসী এখনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নর্থ-ওয়েস্ট প্রদেশের মাফিকিংয়ে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে এ সহিংসতা হয়। এতে নিহতরা হলেন- নারায়ণগঞ্জের ইমন আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান।

জানা গেছে, সংঘাতে লিপ্ত গোষ্ঠী দুটির দীর্ঘদিনের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিয়েছিল স্থানীয় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষও। কিন্তু এতে সফল হয়নি কেউই।উল্লেখ্য, চলতি সপ্তাহেই নামপুলা প্রদেশে পলিথিন দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় মিজানুর রহমান নামের আরেক বাংলাদেশিকে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ