23 January, 2021
শিরোনাম

সিঙ্গাপুরে সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

 24 Nov, 2020   59 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ২৬ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে।

ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় গত ২রা নভেম্বর তাকে গ্রেপ্তার করা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, ফয়সাল আহমেদ মৌলবাদীতে উদ্বুদ্ধ হয়ে অস্ত্র হামলা করার চেষ্টা করছিলো। ফয়সাল ২০১৭ সালে সিঙ্গাপুরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করে।

২০১৮ সালে মৌলবাদীর দিকে ঝুঁকে অনলাইনে আইএসের বিভিন্ন প্রোপাগান্ডা দেখতে থাকে সে৷ সেপ্টেম্বরে ফ্রান্সের ঘটনার পর থেকে সিঙ্গাপুরে সন্দেহভাজন ৩৭ জনের ওপর তদন্ত শুরু করে দেশটির গোয়েন্দা সংস্থা। ফয়সাল সেই ৩৭ জনেরই একজন। তবে ফ্রান্সের ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ