01 Dec, 2020 1967 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ থানায় জিডি ।কতিপয় ব্যক্তি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মনগড়া কথা নিজস্ব ফেইসবুক পেইজ ও অনলাইন নিউজ পোর্টালে লিখে প্রপাগণ্ডা ছড়াচ্ছে। এর পরিপেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। সাধারণ ডায়েরীর কপি বাংলা৫২নিউজ ডট কম- এর হাতে রয়েছে।
একদল কুচক্রীমহল যুবলীগের সাধারণ সম্পাদকের বড় ছেলে ছাত্র নেতা নাবিল-কে নিয়েও মিথ্যা, বানোয়াট কথা ছড়াচ্ছে যাহা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। একজন মানুষ সম্পর্কে কিছু লিখতে হলে তার মতামতের প্রয়োজন কিন্তু একতরফাভাবে লিখে কুৎসা রটাচ্ছে যা সম্পূর্ণ অন্যায় ও বে-আইনি। আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল যুবলীগের রাজনীতিতে তৃনমূল থেকে ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন।
"যুবলীগের চেয়ারম্যন শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ যখন একের পর এক সুনাম অর্জন করেছেন প্রধানমন্ত্রী যখন জাতীয় সংসদে দাঁড়িয়ে যুবলীগের ভূঁয়সী প্রসংশা করেছেন ঠিক তখনই দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু মানুষ যুবলীগকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার জন্য উঠেপড়ে লেগেছে। যে সমস্ত ব্যক্তি যারা সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোন ব্যক্তিকে নিয়ে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালায় যা ঘৃণাভরে প্রত্যাখান করি।"