19 January, 2021
শিরোনাম

এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব

 02 Jan, 2021   46 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ৬২০ এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।  

শনিবার (০২ ডিসেম্বর) রাতে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে র‌্যাবের আয়োজন চলমান আছে।‘র‌্যাব সেবা সপ্তাহ’উপলক্ষে শনিবার দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, মো. মোজাম্মেল হক, রাজধানীর দারুস সালাম থানার ফুরফুরা মাদ্রাসা ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম এতিমখানায় ৬২০ জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।  

 

এ সময় ব্যাটালিয়নের অধিনায়কের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

ভবিষ্যতে এমন জনসেবামূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র‌্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে বলে জানান এএসপি জিয়াউর।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ