আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল ( ঠাকুরগাও) সংবাদদাতা।।রাণীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল।নীলফামারী চ্যাম্পিয়ন, রাণীশংকৈল রানার আপ। ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে ৬ জানুয়ারি বুধবার বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নীলফামারী আসিরউদ্দীন শিক্ষাবিদ ফুটবল দল রাণীশংকৈল খেলোয়াড় কল্যাণ সমিতিকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম পি। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন ঠাকুরগাও-৩ সংসদ সদস্য জাহিদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, জেলা আ'লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সদস্য আরিফ হোসেন মুন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, আ'লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর মেয়র আলমগীর সরকার, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, আ'লীগ সম্পাদক তাজউদ্দীন, আ'লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব, মোস্তাফিজুর রহমান, ইসতেখার আলী, বিএনপি সম্পাদক আতাউর রহমান, জাপা নেতা এ জেড সুলতান ও আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ওসি এস এম জাহিদ ইকবাল প্রমুখ।
এ ছাড়াও খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সম্পাদক সুকুমার চন্দ্র মোদকসহ বিভিন্ন কর্মকতা, ক্রীড়ামোদি দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলার ধারা বর্ণনায় ছিলেন প্রশান্ত বসাক, সাদেকুল ইসলাম ও বাপ্পী। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি প্রদান করা হয়।