24 January, 2021
শিরোনাম

ছেলেদের টেস্টে প্রথম নারী আম্পায়ার!

 07 Jan, 2021   15 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ছেলেদের ক্রিকেটে নারী আম্পায়ার! অবাক হওয়ার মতই ঘটনা। পুরুষদের ওয়ানডেতে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কীর্তি আগেই গড়েছেন ক্লেয়ার পোলোসাক। গেল বছর উইন্ডহকে আইসিসি ডিভিশন টু নামিবিয়া-ওমান ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এবার নতুন ইতিহাস গড়ার পথে এই নারী। ৩২ বছর বয়সী ক্লেয়ার পোলোসাকের সামনে এখন ছেলেদের টেস্ট ইতিহাসে আম্পায়ারিংয়ে নাম লেখানোর পালা। সিডনিতে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টে চতুর্থ (রিজার্ভ) আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে এই নারী আম্পায়ারকে। ছেলেদের টেস্ট ইতিহাসে এর আগে কখনো কোনো নারীই খেলা পরিচালনা দলের সদস্য হননি।


তৃতীয় টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার পল রাইফেল ও পল উইলসনকে। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন ব্রুস অক্সেনফোর্ড। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ